টিভি চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এ ৪১ পদে নিয়োগ
মিডিয়া জগতে কাজ করতে আগ্রহীদের জন্য ব্যাপক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ নিয়ে এলো নতুন টিভি চ্যানেল ডিবিসি নিউজ। ৪১ ধরনের পদে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেবে চ্যানেলটি।
পদগুলোর মধ্যে সংবাদ বিভাগে ১৫টি পদে, সম্প্রচার ও প্রকৌশল বিভাগে ১৭টি পদে এবং মানবসম্পদ ও প্রশাসন, অর্থ ও হিসাব, বিক্রয় ও বিপণন বিভাগে নয়টি পদে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন প্রজন্মের টিভির চ্যালেঞ্জ নিতে আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন ‘ডিবিসি নিউজ, পিও বক্স নং-৯১০১, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে career@dhakabangla.com ই-মেইল ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি-২০১৬।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-০৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :