কুয়েট যন্ত্রকৌশল অনুষদের নতুন ডীন ড. তারাপদ ভৌমিক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. তারাপদ ভৌমিক যন্ত্রকৌশল অনুষদের ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় আইন’ ২০০৩ এর ২৩(৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে এ নিয়োগ কার্যকর করা হয়।

প্রফেসর ড. তারাপদ ভৌমিক ৫ অক্টোবর, ১৯৮৬ সালে এ প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক, ১৯ মে ২০০২ সালে সহযোগী অধ্যাপক, ৬ ডিসেম্বর ২০০৪ সালে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, আইইএম বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ