ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত

DUঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে “Citizens of the world: the integration of transnational connected South Asian immigrants into Australian Society (with particular references to Bangladeshi and Pakistani immigrants” শীর্ষক এক বিশেষ বক্তৃতা ১৫ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার সিটি এন্ড সোসাইটির উপদেষ্টা ড. মোহাম্মদ ইকবাল এই বক্তৃতা প্রদান করেন। ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

ড. মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে অস্ট্রেলিয়ায় বসবাসকারী দক্ষিণ এশিয়ার লোকদের ব্যক্তিগত ও বৃত্তিগত বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেন। এছাড়া, তিনি আন্তর্জাতিক দেশান্তর প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। #

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট