মগবাজারে ট্রেনের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে চলন্ত ট্রেনের ধাক্কায় তানভীর গহর তপু (২৩) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। তানভীর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কুমিল্লা কোতোয়ালী থানাধীন আলী গহরের ছেলে। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তানভীর।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের বাবা আলী গহর সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেটে একটি চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তানভীর। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন। #
লেখাপড়া২৪.কম/আরএইচ