পাঠ্যপুস্তকে ‘কারাতে’ অন্তর্ভুক্ত করার দাবি
মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ‘কারাতে’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন নারী উদ্যোগ কেন্দ্র (নউক)। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে কারাতে অন্তর্ভুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ক এক কর্মশালা থেকে এ দাবি করা হয়।
এসময় বক্তারা বলেন, শারীরিক শিক্ষার সাথে যুক্ত করে দেশের প্রত্যেক কিশোর-কিশোরীকে কারাতে শিক্ষা দেয়া উচিত। কারাতে হলো খালি হাতে আত্মরক্ষার কৌশল। ফলে এ কৌশলে ছেলে-মেয়েদের অভ্যস্ত করে তুলতে পারলে আত্মরক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তাও নিশ্চিত হবে। ফলে পাঠ্যপুস্তকে কারাতে অন্তর্ভুক্ত করে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়া প্রয়োজন। কিশোরী মেয়েদের নিরাপত্তা বা আত্মরক্ষায় সক্ষম ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে কারাতে বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন বক্তারা।
সংগঠনের নির্বাহী পরিচালক মাশহূদা খাতুন শেফালীর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইনামুল হক সিদ্দিকী প্রমুখ।#
লেখাপড়া২৪.কম/আরএইচ