ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

????????????????????????????????????
????????????????????????????????????

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লাভন স্কে¬জেল-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার (১৭ ফেব্রুয়ারি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ক্রিস্টাইন ডেভিস এবং ইন্টারন্যাশনাল এক্সটারনাল রিলেশন্স এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক টিমোথি এল. স্মিথ।

 

Post MIddle

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ এবং অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া, ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসরুম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট