কুয়েটে মাদক বিরোধী আলোচনা সভা
“মাদকের বিরুদ্ধে সোচ্চার হউন, সুস্থ্য ক্যাম্পাস গড়ে তুলুন” এ স্লোগানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হলো মাদক বিরোধী আলোচনা সভা। (১৭ ফেব্রুয়ারী) বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কতৃক এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোষ্ট সুহেলী সায়লা আহমদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) মোঃ উসমান গণি নাঈম। শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন আইইএম বিভাগের ‘১২ ব্যাচের তাসিব, ‘১৪ ব্যাচের নিবিড় ও বিইসিএম বিভাগের ‘১৩ ব্যাচের তুনান।
লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ