চাইনিজ গভর্নমেন্ট স্কলারশীপ ২০১৬-১৭

Scholarshipআন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট, পিএইচডি ও ডক্টরাল রিসার্চ এর জন্য ১৬২ জন বাংলাদেশী শিক্ষার্থীকে স্কলারশীপ দিবে চীন।  আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

উল্লেখযোগ্য শর্তাবলী:

  • আগ্রহী শিক্ষার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম এ আবেদন করার জন্য উচ্চ-মাধ্যমিক পাস করতে হবে। বয়স ২৫ বছরের বেশী হওয়া চলবে না ।
  • মাস্টার্স প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বয়স অনধিক ৩৫ বছর হতে হবে।
  • পিএইচডির জন্য আবেদন করতে প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । অনধিক ৪০ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে ।
  • সিনিয়র স্কলার প্রোগ্রাম এর জন্য প্রার্থীকে সহযোগী অধ্যাপক অথবা এর উপরের পদবীর অধিকারী হতে হবে। বয়স অনধিক ৫০ বছর।

শেষ বয়স গণনার ক্ষেত্রে তারিখ হবে ২২ ফেব্রুয়ারি, ২০১৬।

 

নিয়মাবলী:

Post MIddle
  • সকল আবেদনকারীকে http://www.csc.edu.cn/laihua অথবা campuschina.org ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী csc অনলাইন আবেদন সিস্টেমের মাধ্যমে তাদের তথ্য পাঠাতে হবে।
  • চীন কর্তৃপক্ষের নির্ধারিত আবেদন ফরম পূরণের পাশাপাশি প্রাথমিক বাছাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিচের Link এ আবেদন করতে হবে:

http://banbeis.gov.bd/cscchina/

 

  • অনলাইন ফর্ম এ সাবমিট বাটন এ ক্লিক করার পর প্রার্থীর প্রদত্ত ই-মেইল ঠিকানায় প্রার্থীর ID ও Password চলে যাবে । প্রার্থী ই-মেইল open করে active link এ click করে ID ও password প্রদান করে আবেদন পত্রটি হুবহু প্রিন্ট করতে পারবে।
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বাছাইয়ের জন্য প্রিন্ট কৃত ফর্ম এর সাথে সকল পরীক্ষার শুধু মার্কশীটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। চীন কর্তৃপক্ষের আবেদনের সাথে চীন সরকারের ওয়েবসাইটে চাহিত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে।
  • facebook.com/chinabd এবং    bd.china-embassy.org  তে ঘোষিত HSK (chinese proficiency test) থাকলে বৃত্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
  • বিদেশী ডিগ্রির ক্ষেত্রে মার্কস কনভার্সন সার্টিফিকেট প্রদান করতে হবে।
  • উভয় আবেদনের হার্ড কপি চাহিত সকল ডকুমেন্টসহ আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৪.০০ টার মধ্যে ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-১৯ এ প্রেরণ করতে হবে। অথবা সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ৯ নং কাউন্টারে জমা দিতে হবে।
  • শিক্ষা মন্ত্রণালয়ের ও চীন কর্তৃপক্ষের আবেদন খামে ভরে প্রেরণ করতে হবে। খামের ওপর প্রোগ্রাম এর লেভেল (যেমন- আন্ডারগ্রাজুয়েট/ মাস্টার্স প্রোগ্রাম) ইত্যাদি লিখতে হবে।
  • খামের উপর শিক্ষা মন্ত্রণালয়ের আবেদন আইডি নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে। খামের বামদিকে কোনায় ইন ডুপ্লিকেট কথাটি লিখতে হবে। আবেদন ফরম নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে প্রেরিত না হলে বিবেচ্য হবে না।
  • শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফর্ম পূরণ সম্পর্কিত কোন সমস্যার জন্য scholarship@banbeis.gov.bd তে ই-মেইল করা যাবে।

 

বর্ণনা:

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পড়ালেখার জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা লাভ করবে। রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট, আবাসন ব্যবস্থা, মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও একাডেমিক যাবতীয় খরচ এ বৃত্তির অন্তর্ভুক্ত।

 

বৃত্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য শিক্ষামন্ত্রলায়ের ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

পছন্দের আরো পোস্ট