ড্যাফোডিলের ২০ শিক্ষার্থীর এডিনবরা অ্যাওয়ার্ড অর্জন

Duke of AdenbourghAwardসহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ২০ শিক্ষার্থী ‘ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্র্ড’ লাভ করেছেন। ২০ জনের প্রত্যেকেই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের অডেটরিয়ামে রোববার (১৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিউক অব এডিনবরা’র বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির চ্যোয়ারম্যান রিজওয়ান বিন ফারুক এবং ডিউক অব এডিনবরা’র বাংলাদেশের ডিরেক্টর কে এম শরিফুল হুদা।

 

Post MIddle

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: সবুর খান। অ্যাওয়ার্ড কো-অর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান রাজু।

 

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চ্যোয়ারম্যান মো: সবুর খান অ্যাওয়াডর্ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অ্যাওয়ার্ড তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ প্রতিযোগিতাসুলভ মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে। বিশেষ অতিথি ডিউক অব এডিনবরা’র বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বলেন, এখন থেকেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমি মনে করি এই এওয়ার্ড শিক্ষার্থীদের চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে’। অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট