শাবিপ্রবিতে গ্রিন এক্সপ্লোর সোসাইটির সবুজ উৎসব

green festival-4 banner_oশাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ পরিবেশ সংরক্ষণে ও সচেতনতা তৈরির জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে যার মধ্যে অন্যতম হলো ‘গ্রিন ফেস্টিভাল’ বা ‘সবুজ উৎসব’। প্রতি বছরই তারা এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার ৪র্থ ‘গ্রিন ফেস্টিভাল’ আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

 

Post MIddle

এবারের উৎসবে আগের মতো বৃক্ষ মেলা, আলোকচিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক কর্মশালা ইত্যাদি যেমন থাকছে, তেমনি থাকছে নতুন কিছু চমকপ্রদ অনুষ্ঠান। ১৬ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব।

 

সংগঠনটির সভাপতির সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, এই আয়োজনটা তাদের কাছে শুধু একটা অনুষ্ঠানই নয়, এর চেয়েও বড় কিছু। তাদের জন্য এটা একটা ঐতিহ্য হয়ে গেছে। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন যে, বসন্তের শুরুতেই ‘সবুজ উৎসব’ দিয়ে উৎসবমুখর পরিবেশে আরো মুখরিত হয়ে উঠবে ‘শাবিপ্রবি’ প্রাঙ্গণ।

 

 

পছন্দের আরো পোস্ট