বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাক্ষাতে ফুড ফর পিপল

7F9A4634সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গেট ইন দ্য রিং এর এশিয়া রিজিওনাল ফাইনালে অংশগ্রহণ করতে ন্যাশনাল ফাইনালে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফুড ফর পিপল (এফ এফ পি)’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান ও কো-ফাউন্ডার নুসরাত জাহান হ্যাপি গতকাল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

 

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গেট ইন দ্য রিং ন্যাশনাল ফাইনাল। ২০১৫ এর ন্যাশনাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফুড ফর পিপল (এফ এফ পি)’। দেশের হয়ে এশিয়া রিজিওনাল ফাইনালে প্রতিনিধিত্ব করবে ফুড ফর পিপল। গত ১৭ জানুয়ারি, ২০১৬ তারিখে হোটেল রেডিসানে ব্যাটেলের মাধ্যমে ৮ প্রতিযোগী থেকে ফাইনালিস্ট নির্বাচিত হয়। ফাইনালে ফুড ফর পিপল (এফএফপি) চ্যাম্পিয়ান হয়ে রিজিওনাল ফাইনালের জন্যে সৌদি আরবের টিকেট জয় লাভ করেন।

 

ফুড ফর পিপলের সদস্যরা হলেন, সিইও আতিকুর রহমান, কো-ফাউন্ডার নুসরাত জাহান হ্যাপি, ইকবাল হোসেন শিমুল, আনসারা হুমায়রা লিমা। রিজিওনাল ফাইনাল অংশগ্রহণের পূর্বে ফুড ফর পিপলের সদস্যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, আর টিভির সিইও সৈয়দ আশিকুর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সাথে সাক্ষাৎ করেন।

 

Post MIddle

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান তাদের অভিনন্দন দিয়ে বলেন, ‘ দেশের হয়ে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য গর্ভের। আশা করছি দেশের হয়ে তারা সুনাম বয়ে আনবে।’ আর টিভির সিইও বলেন, ‘ আমরা খুবই গর্বিত । ফুড ফর পিপল দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তাদের স্বাগত জানাই যেন তারা রিজিওনাল ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল ফাইনালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

 

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ফুড ফর পিপল দেশের গর্ব। গেট ইন দ্যা রিংয়ের রিজিওনাল ফাইনালে তারা বড় ভুমিকা রাখবে।’

 

ফুড ফর পিপলের সিইও বলেন, ‘ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানে দেশের সমস্ত আশা নিজে ভার বয়ে আনা। আশা করছি দেশের সমস্ত মানুষের আশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

 

 

পছন্দের আরো পোস্ট