পথশিশুদের পাশে অ্যাঞ্জেলস লিও ক্লাব

????????????????????????????????????

ভালবাসা দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যাঞ্জেলস লিও ক্লাব এর উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যাঞ্জেলস লিও ক্লাব বিভিন্ন সামাজিক উন্নয়ণমূলক কাজের সাথে জড়িত থাকে। এটি বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলোজি (বিইউএফটি) এর একটি ইন্টারন্যাশনাল ক্লাব। বাংলাদেশের ৩১৫ বি ২ লিও ডিসট্রিক্ট এর একটি স্বনামধন্য লিও ক্লাব হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যাঞ্জেলস লিও ক্লাব। এটি লায়ন্স ক্লাব অফ ঢাকা অ্যাঞ্জেলস এর অধীনস্থ একটি লিও ক্লাব। নিজেদের মধ্যে নেত্রিত্তের গুণাবলী তৈরি করাই মূলত লিও ক্লাবের কাজ। বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যাঞ্জেলস লিও ক্লাব ভার্সিটির বাইরেও বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করে থাকে যেখানে শিক্ষার্থীরা তাদের গুণাবলীকে তুলে ধরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ও সৃজনশীল কাজের মাধ্যমে।

 

12695899_1558679741113345_2043796117_nবিজিএমইএ ইউনিভার্সিটি অ্যাঞ্জেলস লিও ক্লাবের প্রেসিডেন্ট আশিকুর রহমান অনিক জানান, গতানুগতিক ধারার ভালবাসা দিবসে আমরা বিশ্বাসী না। ভালবাসা দিবসে মানুষের ভালবাসার মাধ্যম শুধুমাত্র প্রেমিক যুগলকে কেন্দ্র করে হতে হবে এমন ধারণা ঠিক নয়। সমাজের এসব শিশুদের একবেলা খাওয়ানোর মাঝেও একটা আলাদা তৃপ্তি রয়েছে। ভালবাসা দিবসে তাদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা স্নেহ, মমতা থেকে জন্মলগ্ন থেকেই বঞ্চিত। তাদেরকে ভালবাসা দিবসের অংশীদার করতে পেরে সত্যিই আমরা আনন্দিত । তাদের পরিচয় তারা পথশিশু। এটাতে অবজ্ঞা করার কিছুই নেই। ভাগ্যের নির্মম পরিহাসে তারা হয়তোবা আজকে পথে পথে দিন কাটায়। তাদের পাশে এসে দাঁড়ানো উচিত সমাজের উচ্চবিত্তদের কিন্তু ক্যজন এসে তাদেরকে সহযোগিতা করে? বিত্ত হতে চিত্ত বড় এই উক্তি আমরা শুধু ভাব-সম্প্রসারণেই ছোটবেলায় পড়েছি কিন্তু অবিশ্বাস্য হলেও এটিই সত্য যে আমাদের সমাজে চিত্তবান থেকে বিত্তবান বেশি। আজকে যদি সম্পদশালীরা অসহায়দের নিয়মিত সাহায্য সহযোগিতার উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশ থেকে দরিদ্র লোকের সংখ্যা কিছুটা হলেও কমবে। আর দরিদ্র লোকের সংখ্যা কমলেই তাদের সন্তানকে আর এভাবে পথে পথে ঘুরে পথশিশু নামক খেতাব শুনতে হবেনা।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট