চুয়েট শিক্ষক সালাউদ্দিনের বেস্ট অ্যাওয়ার্ড লাভ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের প্রভাষক মো: সালাউদ্দিন গত ১২-১৪ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ অনুষ্ঠিত International Conference on Civil Engineering for Sustainable Development (ICCESD-2016)-এ Best Paper Award লাভ করেছেন।
তিনি সেখানে “An Experimental Study on Wave Overtopping of Rubble Mound Breakwater Armoured with a New Concrete Armour Unit” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এদিকে এই গৌরবময় অর্জনের জন্য মো: সালাউদ্দিনকে অভিনন্দন জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।#
লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/আরএইচ