গণ বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের নবীনবরণ
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বি ফার্ম ২৯তম ব্যাচ ও এম ফার্ম ৬ষ্ঠ ব্যাচের নবীনবরন এবং বি ফার্ম ২১তম ব্যাচ ও এম ফার্ম ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে। ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরাও উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধন করবেন।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ফার্মেসী বিভাগ। অনুষ্ঠানটি গণস্বাস্হ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথমার্ধে আলোচনা পর্বের পর দ্বিতীয়ার্ধে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/এমএএ