জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ৬ মার্চ

21_Zunaid+ahmed+palak_140216_0005আগামী ৬ মার্চ থেকে দেশব্যাপী শুরু হবে স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার দ্বিতীয় আসর।  দেশের ১৬টি অঞ্চলে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কম্পিউটার প্রোগ্রামারদের  এ প্রতিযোগিতার বিজয়ীরা ৯ এপ্রিল ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী পলক এ প্রতিযোগিতার মাধ্যমে পরবর্তী বিশ্বমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদ্যোক্তা গড়ে তোলার স্বপ্নের কথা জানান। তিনি বাংলাদেশকে পরবর্তী সিলিকন ভ্যালি হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

 

Post MIddle

আঞ্চলিক প্রতিযোগিতা হবে ১৬টি অঞ্চলে। এগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ।

 

আঞ্চলিক প্রতিযোগিতাগুলো হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবে। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

 

পছন্দের আরো পোস্ট