বিউএফটিতে ভালোবাসা দিবসে রম্য বিতর্ক
“যুক্তির রঙে রাঙিয়ে তুলি ভালোবাসা” এই স্লোগান নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলোজির(বিইউএফটি) এর বিতর্ক ক্লাব তাদের ক্যাম্পাসের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করে রম্য বিতর্ক। রম্য বিতর্কের বিষয় ছিলো “বর্তমান প্রজন্মের ভালবাসায় সুখের চেয়ে বিষাদ বেশী”। এই বিষের পক্ষের বক্তারা ছিলেন ১৫২ ব্যাচের সাবরিনা আমির ১৪১ ব্যাচের তানভীর খান এবং মুন্না। আর বিপক্ষ দলে ছিলেন ১৪২ ব্যাচের হিমু ফারদিন এবং মুন্না।

এই রম্য বিতর্কটি পরিচালনা করেন বিইউএফটি ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি কাউসার মাহমুদ। এই রম্য বিতর্কের আয়োজক ডিবেট ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জাবের এই আয়োজন নিয়ে বলেন “বিতর্কের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিতর্কের প্রতি ভালবাসা সৃষ্টির লক্ষে আমাদের এই রম্য বিতর্কের আয়োজন”।#
েলখাপড়া২৪.কম/আরএইচ