জাবিতে ব্যাচেলরদের বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভালবাসা দিবসে ‘একাই শান্তি, প্রেমে দুর্গতি’ স্লোগানে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী হলের ব্যাচেলর শিক্ষার্থীরা।রোববার বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি আলবেরুনী হলের সামনে থেকে শুরু হয়ে মেয়েদের হলসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুরাতন কলা ও মানবিকী অনুষদে এসে শেষ হয়।
মিছিলে তারা ‘একা আছি ভাল আছি, নিজেই নিজেকে ভালবাসি’ সহ নানা স্লোগান দিতে থাকে। এছাড়া তারা বিশ্ব ভালবাসা দিবসের পরিবর্তে, বিশ্ব ব্যাচেলর দিবস হিসেবে দিনটিকে উৎযাপন করে।মিছিলে প্রায় অর্ধশতাধিক ব্যাচেলর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মিছিল শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী অপু বিশ্বাস বলেন, বিশ্ব ভালবাসা দিবসকে নিয়েই তো সবাই ব্যস্ত থাকে। তাই আমরা যে এখনো ব্যাচেলর আছি, তা মানুষকে জানান দেওয়ার জন্যই মূলত এ ধরণের প্রোগামের আয়োজন করা।