জাবিতে নেপালের ভূমিকম্প চিত্র প্রদর্শনী

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আজ থেকে ৫ দিনব্যাপী নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সকাল দশটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের ছবির বর্ণনা দেন প্রত্নতত্ত্ব বিভাগের অতিথি শিক্ষক মি. স্টিফেন টি. একার্ড (ঝঃবঢ়যবহ ঞ. ঊপশবৎফ). প্রদর্শনীতে ছবির বিবরণ বর্ণনাকালে মি. স্টিফেন জানান, নেপাল বর্তমানে আবার ঘুরে দাড়াবার চেষ্টা করছে।

 

Post MIddle

ভূমিকম্প সহনশীল বাড়ি-ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে। উপাচার্য তাঁর বক্তব্যে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি রোধে মানুষজনের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএ মামুন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসিত বরণ পাল, জুলকারনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট