ইউজিসিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা

উচ্চশিক্ষা মান্নোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর উদ্যোগে Establishing Internal Quality Assurance (QA) System at University (Round3) শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা রোববার (১৪.ফেব্রুয়ারি) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ আলী মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেকেপ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মহান্ত এনডিসি।

ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি উপযোগী কোয়ালিটি এসিউরেন্স সিস্টেম শিক্ষার গুণগত মান নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বিশ^বিদ্যালয়গুলোতে সদ্য প্রতিষ্ঠিত কোয়ালিটি এসিউরেন্স সেলকে সঠিকভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক বিস্তার ঘটেছে। এখন সময় এসেছে উচ্চশিক্ষার মান বৃদ্ধি করার। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারলে আমাদের জীবন মানও উন্নততর হবে। আমাদের উচিত প্রতিনিয়ত উচ্চশিক্ষা পর্যায়ে পাঠ্যসূচি হালনাগাদ করা।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর আবুল কাশেমসহ দেশের ৩৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (রাউন্ড-৩) সংশ্লিষ্ট প্রতিনিধি এবং ইউজিসি ও হেকেপ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ