পিএইচডি ও পোস্ট ডক্টরাল রিসার্চে আইডিবির স্কলারশীপ

high_school_studentsপিএইচডি ও পোস্ট ডক্টরাল রিসার্চ এর জন্য স্কলারশীপ দিবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। যথাক্রমে ৩ বছর ও ৬-১২ মাস মেয়াদী এ স্কলারশীপের জন্য আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন করার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০১৬।

 

শর্তাবলী:
• শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে এ স্কলারশীপ দেয়া হবে। আইডিবি এর সদস্য রাষ্ট্রগুলো আবেদন করতে পারবে। হেলথ/মেডিসিন, এগ্রিকালচার/ফুড প্রোডাকশন, ওয়াটার রিসোর্চ/ডেজার্টিফিকেশন, এনার্জি/ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ন্যানোডেকনোলজি ও উন্নয়নমুখী তথ্যপ্রযুক্তি বিষয়ে গবেষণার জন্যে স্কলারশীপ দেয়া হবে।

• সকল টিউশন ফি, একজনের বসবাসের যাবতীয় খরচ, হেলথ ইন্স্যুরেন্স ও রাউন্ড ট্রিপ এয়ার টিকেট এ স্কলারশীপের অন্তর্ভুক্ত।
• আগ্রহী প্রার্থীকে অবশ্যই আইডিবি এর সদস্য দেশের নাগরিক হতে হবে।

Post MIddle

• স্কলারশীপের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই তার জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার ব্যাপারে রাজি থাকতে হবে।

 
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে আইডিবি এর ওয়েবসাইট www.isdb.org থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে যাচিত সকল ডকুমেন্টসহ খামের উপর নাম উল্লেখপূর্বক আগামী ২০ ফেব্রুয়ারি,২০১৬ তারিখ বিকাল ৪ টার মধ্যে লায়লা আরজুমান বানুম উপ সচিব, শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ এই ঠিকানায় সশরীরে বা ডাকযোগে প্রেরণ করতে হবে। ##

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট