নর্দান ইউনির্ভাসিটির কর্মশালা

IMG_7817শনিবার (১৩ ফেব্রুয়ারী) “নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ (এনইউবি)” ফার্মেসী বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন নর্দান ইউনির্ভাসিটি ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আবদুল্লাাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. ডবি−উ. এম. আব্দুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার জনাব মো: আনোয়ার হোসাইন, বিভাগীয় উপদেষ্টা প্রফেসর ড. আবুল হাসনাত , রেজিস্ট্রার লে: কর্ণেল ( অব:) একতেদার আহমেদ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার এস.এম.আল মামুন মুকুল, বিভাগীয় সকল শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।

 

Post MIddle

কর্মশালায় বক্তারা ফার্মাসিস্টদের কর্মক্ষেত্রের বহুমুখিতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন । এপ্রোচেস টু ফার্মা সেকটর ভার্সাটাইলিটি শীর্ষক বিষয়ে উক্ত আলোচনায় মোঃ একরামুল কবির (সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, ইউনিমেড ফার্মা), ওমর হাসিব শফিউল­াহ (সিইও ও সিএসও, দ্যা পিএইচ ফ্যাক্টর) ও শাহ শারফিন (এক্সিকিউটিভ অফিসার, কোয়ালিটি কমপ­ায়েন্স, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড) সাবলীল বক্তব্য উপস্থাপন করেন যা ছাত্র-ছাত্রীদের মধ্যে ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে সম্যক ধারণা দেয়।এই প্রাণবš— অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের প্রধান ড. মোঃ হারুন – অর -রশীদ।

 

লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট