ডিআইএতে আইসিটি ফেষ্ট

DSC_0053__edited১৩ ফেব্রুরয়ারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৬ উদ্বোধন করা হয়। ফেষ্ট এ বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং কর্মশালা, সফটওয়্যার প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৬ উদ্বোধন করেন।

 

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ প্রোগ্রামিং ক্লাবের সভাপতি মো: জাকারিয়া মো: জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো: সরোয়ার হোসেন মোল্লা, উপ পরিচালক মো: শাহ নেওয়াজ মজুমদার প্রমুখ। ফেষ্ট এ মেন্টরের দায়িত্ব পালন করেন ডিআইএ সিনিয়র লেকচারার কাজী সংহতী সৌহার্দ্য হক ও লেকচারার মো: আজিজুর রহমান। ডিআইএ আইসিটি ফেস্ট ২০১৬ এ মোট ২৫০ জন প্রতিযোগি অংশ নেন, মোট ১৬ টি সফটওয়্যার প্রজেক্ট উপস্থাপন করা হয়।

 

লেখাপড়া২৪.কম/ডিআইএ/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট