ডিআইইউ শিক্ষার্থীদের গলফ ক্লাব পরিদর্শন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং -২০১৬ সেমিস্টারের শিক্ষার্থীদের কুর্মিটোলা গলফ ক্লাব পরিদর্শন
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহী ও উৎসাহী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল গলফ সম্পর্কে জানতে ও অভিজ্ঞতা অর্জন করতে ১২ ফেব্রুয়ারি এশিয়ান ট্যুর ২য় বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৬ উপভোগ করতে কুর্মিটোলা গলফ ক্লাব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা সরাসরি খেলা উপভোগের পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আন্তর্জাতিক মানের গলফারদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন ও ছবি তোলেন। কুর্মিটোলা গলফ ক্লাব পরিদর্শন কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের মেজর (অবঃ) মোঃ আরমান আলী ভূইয়া, আবদুল্লাহ আল মামাুন বাদশাহ এবং নিয়ামত উল্লাহ। ২য় বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৬ এ বাংলাদেশের ৩০ জন গলফারসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মোট ২৩০ জন গলফার অংশগ্রহণ করেন।
লেখাপড়া২৪.কম/ডিআইইউ/পিআর/এমএএ