জাবিতে স্বরস্বতী পুজা উদযাপিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বরস্বতী পুজা উদযাপিত হয়েছে। নব নির্মিত কেন্দ্রীয় মন্দিরে আজ স্বরস্বতী পুজা উদযাপন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এ পুজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও স¤প্রীতির নিদর্শন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যা দেবীর কাছে শিক্ষার আকুলতা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এ পুজা ছাড়াও বিভিন্ন বিভাগেও স্বরস্বতী পুজার আয়োজন করা হয়।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ