কুয়েটে জাকজঁমক পূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পুজা

Saraswati  Puja-2016 (2)খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) (১৩ ফেব্রুয়ারি) শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পুজা জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। কুয়েট অডিটরিয়াম প্রাঙ্গণে অস্থায়ী পুজা মন্ডপে বিশ্ববিদ্যালয়ের পুজা উদ্যাপন কমিটির সার্বিক আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, অন্যান্যদের মধ্যে ছিলেন পরিচালক (পও উ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, আইইএম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ তারাপদ ভৌমিক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়, ড. এম.এ. রশীদ হলের প্রভোষ্ট পিন্টু চন্দ্র শীল, লালন শাহ হলের প্রভোষ্ট ড. পল­ব কুমার চৌধুরী, কুয়েট পুজা উদ্যাপন কমিটির সভাপতি ড. নরোত্তম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

Post MIddle

১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় পুজা শুরু হয়, সকাল ১১টায় পুষ্পাঞ্জলি, দুপুর ০১টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৫টায় আরতি ও সন্ধা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী সরস্বতী পুজা উপলক্ষে (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রতিমা আনয়ন এবং ৭টায় মঞ্চ সজ্জা করা হয় এবং ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রতিমা নিরঞ্জন এর মধ্যে দিয়ে তিন দিনব্যাপী সরস্বতী পুজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট