ভালবাসা দিবসে বাকৃবিতে আসছে ‘ব্যাং-৫’

3বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নাচের গ্রুপ ‘ব্যাং’। স্ট্রিট ড্যান্স বা পথের নাচ এটি। মন মাতানো ষ্ট্রিট ড্যান্স দিয়ে যারা অতি অল্প সময়ের মধ্যে সবার কাছ থেকে কুড়িঁয়েছে সুনাম। ফলে সকল শিক্ষার্থীদের কাছে ‘ব্যাং’ এক অতি পরিচিত নাম। ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষে ‘ব্যাং’ নির্মিত ৫ম পথ নাচ ‘ব্যাং-৫’ আসছে ইউটিউবে।
2সম্প্রতী ‘ব্যাং-৫’ এর জন্য বিশ্ববিদ্যালয়ের মরণ সাগরে নাচের দৃশ্য ধারণ করা হয়েছে। ব্যস্ত রাজপথ বা খালি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ বলা নেই কওয়া নেই কিছু ছেলে এক হাতে শরীরের ভর রেখে কিংবা দুই পা শূন্য তুলে নানা রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে। ভাবছেন এ কী হলো? একে বলে স্ট্রিট ড্যান্স বা পথের নাচ। বর্তমান সময়ের এক অতি জনপ্রিয় বিনোদনের উৎস। কারণ অন্যান্যরা নাচে মঞ্চে আরা এরা নাচে রাস্তায় যাকে বলে ষ্ট্রিট ড্যান্স।

 

Post MIddle

5বিশ্ববিদ্যালয়ে যতগুলো নাচের গ্রুপ আছে তাদের মধ্যে ‘ব্যাং’ সম্পূর্ণ ব্যতিক্রম এবং অত্যান্ত চৌকশ। তারা নিজেদের নাম দিয়েছে ‘স্পার্কিং ড্যান্সার অব বাউ’। ইতিপূর্বে ক্যাম্পাসে তারা কয়েকটি ষ্ট্রিট ড্যান্স করেছে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মরণ সাগরের পাদদেশে।  ‘ব্যাং-৫’এর এই নাচে রয়েছে তন্ময়, বিরাজ, সুস্ময়, মারুফসহ আরো অনেকে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট