বাকৃবির নয়া সিন্ডিকেটের বিশেষ অধিবেশন

????????????????????????????????????

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নব গঠিত সিন্ডিকেটের প্রথম বিশেষ অধিবেশন শুক্রবার সকাল ১১টায় (১২ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান, সাবেক ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. এ সাত্তার মন্ডল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মতিউর এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান এবং পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড.সচ্চিদানন্দ দাস ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর পরেশচন্দ্র মোদক এবং সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ছাইফুল ইসলাম।

 

Post MIddle

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলী আকবর নব গঠিত সিন্ডিকেট সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান

 

সভায় আসন্ন সপ্তম সমাবর্তন উদযাপন বিষয়ে নানা অগ্রগতি ও সার্বিক কর্মকান্ড সিন্ডিকেটকে অবহিত করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নব গঠিত সিন্ডিকেটের বিশেষ এ সভায় আলোচনা হয়।#

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট