সাদার্নের ইসলামিক স্টাডিজ বিভাগের নবীবরণ-শিক্ষাসফর

????????????????????????????????????

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭তম ব্যাচের নবীনবরণ ও বার্ষিক শিক্ষাসফর-২০-১৬ সম্প্রতি রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান। আরও উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী ও মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরীসহ শিক্ষার্থীরা।

 

Post MIddle

islami stdudies fresher receptionরাঙ্গামাটির পর্যটন কর্পোরেশনের নান্দনিক এবং মন্ময় সবুজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও বার্ষিক শিক্ষাসফরে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, মধ্যাহ্ন ভোজ, বিভাগের ১৭তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিশেষ প্রকাশনা ওরিন্টেশন বার্তার মোড়ক উন্মোচন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান বলেন-‘ আমরা এ বিভাগকে ‘ইসলামের আদর্শে একটি কর্মময় ধর্মের ধাঁচে গড়ে তুলতে চাই। যাতে এ প্রতিষ্ঠান থেকে ধর্মপ্রাণ, বিবেকবান, জ্ঞানী-গুণী ছাত্র-ছাত্রী আবির্ভাবের সুযোগ-সুবিধা সৃষ্টি হয়।’

 

নান্দনিক এ উৎসবে অংশগ্রহণকারী সকল ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ এবং এ বিভাগের উত্তরোত্তর সফলতা কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।#

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট