ভিসির সঙ্গে গণবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) ভিসি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (গবিসাস) নবগঠিত কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার দুপুরে তারা এ সাক্ষাৎ করেন।

গবিসাসের সভাপতি মাসুদ আজীম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, দপ্তর সম্পাদক রিফাত মেহেদী হৃদয়, অর্থ বিষয়ক সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব, কার্যনির্বাহী সদস্য বিধানসহ প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি গবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।