খুলনা সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি

5105578শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান ও দক্ষতা অর্জন করা। যে শিক্ষায় এটা নেই, সে শিক্ষা কোনো কাজে আসে না। বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তিতে আয়োজিত ‘হীরকজয়ন্তী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে ১২ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়াশোনা করছে। বৈষম্য দূর করে বছরের শুরুতে ছেলেমেয়েদের হাতে বই পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সমৃদ্ধ ও উন্নত দেশ গড়া। আর্থিকভাবে আমাদের দেশ দরিদ্র থাকলেও নতুন প্রজন্ম বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।

 

Post MIddle

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তালুকদার আবদুল খালেক এমপি, মুন্নুজান সুফিয়ান এমপি এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ।#

IMG_20150915_180526

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট