ঢাবি উপাচার্যের সঙ্গে নরওয়ে প্রতিনিধির সাক্ষাৎ
নরওয়ের বার্গেন ইউনিভার্সিটির ন্যানসেন এনভায়রনমেন্টাল এন্ড রিমোট সেনসিং সেন্টার (এনইআরএসসি)-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ওলা এম জোহানসেন-এর নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন লেস এইচ. পিটারসন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার আহাম্মদ এবং বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আতিক রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নরওয়ের বার্গেন ইউনিভার্সিটি’র মধ্যে চলমান সমুদ্রবিজ্ঞান বিষয়ক যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ