ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Korean Envoyবাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিয়ং-দো আজ (১১ ফেব্রুয়ারি ২০১৬) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এসময় একই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পার্ক মি সিওল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য জীববিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গ্রীন হাউজ প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

 

পরে, কোরিয়ার রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সাইবার সেন্টারে ব্যবহারের জন্য ৩০টি কম্পিউটার উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

 

 

পছন্দের আরো পোস্ট