ঢাবিতে স্পেশালাইজ্ড মাস্টার্স প্রোগ্রাম চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘স্পেশালাইজ্ড মাস্টার্স প্রোগ্রাম’ চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রোগ্রাম উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান, অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম এবং অধ্যাপক ড. গোলাম রব্বানী বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সকল শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ। তিনি মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে মানব সভ্যতার উন্নয়নে কাজ করার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান। দেশে মানবতাবাদী দক্ষ জনসম্পদ গড়ে তুলতে এই স্পেশালাইজ্ড মাস্টার্স প্রোগ্রাম কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ