মেট্রোরেলের’রুট বদলাও’ আন্দোলনের ব্যঙ্গচিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নেবার সিদ্ধান্তের প্রতিবাদে ‘রুট বদলাও’ আন্দোলনের ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শনী আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অঙ্কিত ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শনীতে স্থান পায়।
প্রদর্শনী চলাকালীন শিক্ষার্থীরা চারুকলার সামনের রাস্তায় রোড পেইন্টিং করেন। প্রদর্শনীর সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবীবা বেনজির, জাহিদুল হক সবুজ ও মাহফুজুর রহমান রাহাত।
সমাবেশে বক্তারা বলেন, বিকল্প রুট তৈরির সুযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নেবার সিদ্ধান্ত অযৌক্তিক। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।