সাতক্ষীরা দিবা নৈশ কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

001 (2)‘খেলাধুলা শিক্ষারই অঙ্গ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, পড়া শুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা দেহ মনকে সতেজ রাখে। বিকালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক শেখ নুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ নিজামউদ্দিন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন।

 

Post MIddle

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক ও ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সৈয়দ নাজমুল হক বকুল, যুবলীগ নেতা মহি আলম, শেখ আলমগীর হাসান আলম, কলেজের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, সন্দীপ কুমার বসু, মোশতাক আহমেদ, প্রভাষক মোঃ আবুল কালাম, ফেরদৌসী বেগম, মো: আমিনুর রহমান, দেব কুমার ঘোষ, তাহছিনা বেগম, তাপস কুমার নাথ, মোঃ খলিলুর রহমান, মোঃ আবু তারিক, সফিক আহমদ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।#

 

 

লেখাপড়া২৪.কম/আর/আরএইচ

পছন্দের আরো পোস্ট