সাদার্নের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ

????????????????????????????????????

সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ মঙ্গলবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শরীফুজ্জামান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হক, বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

 

????????????????????????????????????

প্রধান অতিথির বক্তব্যে সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা ও ন্যায়কে ধারণ করে দেশকে ভালোবাসতে হবে। ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে না পারলে দেশ সেবার মানসিকতা বিকশিত হবেনা। সিভিল ইঞ্জিনিয়ারাই নতুনত্ব দিয়ে দেশকে বদলে দিতে পারে, ঠিক তেমনি তাদের ভুলের কারণে দেশের অবকাঠামো ধ্বসে যেতে পারে। আমি আশা করি সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশের সামগ্রিক কল্যাণের লক্ষ্যে এগিয়ে যাবে এবং সফল হবে।

 

Post MIddle

প্রো-ভিসি প্রফেসর ড. মো. শরীফুজ্জামান বলেন. আমরা চাইনা ব্যক্তি স্বার্থের কারণে রানা প্লাজার মতো আরেকটি ট্র্যাজেডি হোক। সিভিল ইঞ্জিনিয়ারা কাজের ক্ষেত্রে আন্তরিক ও ন্যায়নিষ্ট হবে এটাই বাঞ্ছনীয়। কারণ তারাই গড়ে তুলবে নিরাপদ অবকাঠামো। শুধুমাত্র গ্রন্থগত বিদ্যায় অভ্যস্থ না হয়ে ব্যবহারিক ক্লাসে নিজের যোগ্যতাকে প্রমাণ দিয়ে নতুনত্বের মাধ্যমে সুন্দর দেশ গড়তে এগিয়ে যেতে হবে। ।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হক বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত অধ্যায়নের প্রতি জোর দিতে। লেখা-পড়ায় অবহেলা বা ফাঁকি দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়না। ভালো পড়াশুনার মাধ্যমে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সাদার্ন ইউনিভাসির্টির সুনাম ছড়িয়ে দেবে এই শুভ কামনা তোমাদের জন্য।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান । পরে তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেন ।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ড. বিজয় সংকর বড়–য়া এবংএকাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন সায়মা আকতার। #

 

 

লেখাপড়া২৪.কম/সাদার্ন/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট