রাবি সিএসটি ডিপার্টমেন্টে নবীনবরণ অনুষ্ঠিত

RUরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিএসটি ডিপার্টমেন্টের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল সিএসটি পরিবারের ষষ্ঠ ব্যাচ।

 

সিএসটি পরিবারের কালচারাল সেক্রেটারী মেহেদী আজাদ তুষার ও সিনিয়র শিক্ষার্থী রওনক আরা রনার নেতৃত্বে বুধবার বেলা ২ ঘটিকার দিকে কৃষি অনুষদ ভবনে নবীন ৬১ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এসময় সিএসটি পরিবারের প্রায় শতাধিক সিনিয়র শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বরণ পর্ব শেষে নবীন প্রবীনদের মাঝে সৌহার্দ, বন্ধন অটুট করতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট