ঢাবি ফটোগ্রাফি সোসাইটির প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির অষ্টম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী (৯ ফেব্রুয়ারি ২০১৬) মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে। ‘এক্সপ্লোরিং দ্য ইমাজিনেশন’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রদর্শনীতে ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের বাছাই করা ৬৪টি একক ও ৫টি ‘ফটো স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। একক আলোকচিত্রগুলোর মধ্যে ১৩টি ভারত সফরের সময় তোলা হয়েছিল। এই প্রদর্শনী চলবে (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রদর্শনী বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ