এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও নাচোল উপজেলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ কম্বল বিতরণ করেন।

শনিবার সকাল ৯ টায় নাচোল মহিলা কলেজ চত্বরে এবং বিকাল ৪ টায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান এবং অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ