বিজিএমইএ ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি

image003মানবতার মুক্তির লক্ষে গত ৮ ফেব্রুয়ারি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলোজির(বিইউএফটি) তে রক্ত দান কর্মসূচীর আয়োজন করেছে বিইউএফটি কালচারাল ক্লাব, বিইউএফটি ওয়েলফেয়ার এক্টিভিটিস ওয়িংস এবং বিইউএফটি এঞ্জেলেস লিও ক্লাব। রক্ত দান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির অন্যতম আলোক বর্তিকা বিইউএফটির উপ-উপাচার্য মহোদয় প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

 

Post MIddle

image001এছাড়া উপস্থিত ছিলেন বিইউএফটির রেজিস্ট্রার আ ন ম রফিকুল আলম এবং এমটি ডিপার্টমেন্ট প্রধান ও বিইউএফটি কালচারাল ক্লাবের চেয়ারম্যান সিনিয়র অ্যাসিসটেন্ট প্রফেসর কাজী শামসুর রহমান। #

 

 

লেখাপড়া২৪.কম/প্রেবি/আরএইচ

পছন্দের আরো পোস্ট