সিভাসুতে প্রথম জাতীয় ডিভিএম কনফারেন্স

_DSCEDIT1341চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে “প্রথম জাতীয় ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইণ্টার্ণ রিসার্চ কনফারেন্স ২০১৬”। ভেটেরিনারি শিক্ষার্র্থীদের ইণ্টার্ণ রিসার্চ কনফারেন্স বাংলাদেশে এটিই প্রথম আয়োজন। যুক্তরাষ্ট্রের টাফট্্স ইউনিভার্সিটির সাথে যৌথভাবে এই কনফারেন্স আয়োজন করা হয়েছে।

 

উক্ত কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির স্কুল অব ভেটেরিনারি মেডিসিন এর সহযোগী ডিন প্রফেসর ড. মো. শওকত আনোয়ার। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু সালেহ মাহফুজুল বারি, টাফটস ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. শওকত আনোয়ার, ড. লুইস ওয়েটমুর। স্বাগত বক্তব্য রাখবেন বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক।

 

Post MIddle

ডিভিএম কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইন্টার্ণ স্টুডেন্টস, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইনস্টিটিউটের শিক্ষক, ফিল্ড ভেটেরিনারিয়ান, ঔষধ শিল্প ও পশু খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন।

 

প্রথম জাতীয় ডিভিএম ইণ্টার্ণ রিসার্চ কনফারেন্স ২০১৬ উপলক্ষে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা ভেটেরিনারি পেশার মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা মোকাবেলা এবং এ পেশাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করতে এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। একাডেমিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শওকত আনোয়ার, ড. লুইস ওয়েটমুর, প্রফেসর ড. মোজাহিদ উদ্দিন, প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, প্রফেসর ড. মো. আহসানুল হক, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।

 

এর আগে কনফারেন্স উপলক্ষ্যে উপাচার্যের কার্যালয়ে আজ সকাল ১০টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও যুক্তরাষ্ট্রের টাফট্্স ইউনিভার্সিটির প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সোমেন দেওয়ান।

 

লেখাপড়া২৪.কম/সিভাসু/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট