
স্নাতকোত্তর কোর্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/ বিপিএড/ বিএমএড/ বিএসএড/ এমএড/ এমএসএড/এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ০৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকাল ৪টা থেকে nu<space>atpm<space>roll no লিখে ১৬২২২ নম্বরে send করে এবং একইদিন রাত ৯টা থেকে ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions Or admissions.nu.edu.bd) ফল জানা যাবে।

এ ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ