ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘গল্ফ ক্যাফে’ উদ্বোধন
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ সুবিধার ব্যবস্থা করে তাদের শিক্ষা কার্যক্রম আরো বেশী সুন্দর ও গতিশীল করতে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রোববার উদ্ভোধন করা হয় অত্যাধুনিক ফিটিংস এবং সুবিধা সম্বলিত ডিআইইউ গল্ফ ক্যাফে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান এ গলফ ক্যাফের উদ্বোধন করেন।
কোডার্স ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান অব দ্যা বোর্ড মিঃ জান চয়েও ফাইবিগ, ড. মোস্তফা কামাল, পরিচালক ( স্থায়ী ক্যাম্পাস) এবং ডিআইইউ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মিনি গলফ কোর্সের সাথে গলফ ক্যাফে ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করে। আন্তঃর্জাতিক মানের এই গলফ ক্যাফেতে শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা খেলার পাশাপাশি স্বল্প মূল্যে গুনগত এবং উৎকৃষ্ট মানের ফাস্টফুড এবং কন্টিনেন্টাল খাবার পাবেন। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে সাতদিনই খোলা থাকবে এই ক্যাফে।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ