ডিআইইউর সঙ্গে বিপিসির সমঝোতা

dasjdfgপর্যটন শিল্পে দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এবং এই খাতকে প্রসারিত করতে ০৮ ফেব্রুয়ারি ডিআইইউ সম্মেলন কক্ষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) পর্যটকদের প্যাকেজের আওতায় যাতায়াত ব্যবস্থা ও খাদ্য সুবিধা প্রদান করবে এবং ডিআইইউ টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা দক্ষ গাইড হিসেবে ভ’মিকা রেখে এই খাতে পর্যটকদের আকৃষ্ট ও অনুপ্রনিত করবে এবং পর্যটক বৃদ্ধির কাজ ত্বরান্বিত করবে।

 

Post MIddle

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান জনাব মোঃ অপরূপ চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বানিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক, পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মমিনুল হক মজুমদার, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) এর) জেনারেল ম্যানেজার (কমর্শিয়াল) মোঃ মহসিন ও টুর ডিভিশন এর ম্যানেজার এস এম মিজানুর রহমান।

 

লেখাপড়া২৪.কম/ডিআইইউ/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট