ঢাবি এবং ওয়াটারএইডের মধ্যে চুক্তি সই

7.2.16 (2)ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওয়াটারএইড বাংলাদেশ-এর মধ্যে (৭ ফেব্রুয়ারি ২০১৬) রবিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা: মো: খায়রুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়াটারএইড যুক্তরাজ্যের প্রধান নির্বাহী ড. বারবারা ফ্রস্ট, চেয়ারপার্সন টিম ক্লার্ক এবং ট্রাস্টি এ্যানা সিগল উপস্থিত ছিলেন।

 

Post MIddle

এই সমঝোতা স্মারকের আওতায় ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট