রাবি বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সম্মিলন
আগামী ৮ ও ৯ এপ্রিল বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সম্মিলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় অ্যালামনাই আহ্বায়ক কমিটির সভাপতি পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সম্মিলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আপেল আবদুল্লাহ। অর্থ কমিটির আহ্বায়ক জামিল রায়হানসহ অ্যাডভোকেট এলিনা খান, হাবিবুর রহমান হাবু, দীপক চৌধুরী, ফাহমিদা পলিসহ অন্য সদস্যরা সভায় আলোচনায় অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, সম্মিলনে অংশগ্রহণের জন্য ১৫ মার্চ পর্যন্ত বাংলা বিভাগের সাবেক ছাত্রছাত্রীরা অ্যালামনাইয়ের সদস্য হতে পারবেন। অ্যালামনাইয়ের সদস্যরাই শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্মিলনে যোগ দিতে পারবেন। রেজিস্ট্রেশনের সুযোগ ৩০ মার্চ পর্যন্ত উন্মুক্ত থাকবে। সদস্যপ্রতি রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা। স্বামী বা স্ত্রী ও প্রতি সন্তানের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলা বিভাগের বর্তমান ছাত্রছাত্রীরা ৭০০ টাকায় রেজিস্ট্রেশন করে সম্মিলনে যোগ দিতে পারবেন। প্রত্যেক রেজিস্ট্রেশনকারীর রাজশাহীতে দুই দিন খাবার ব্যবস্থা এবং সম্মেলনের ব্যাগ ও কিটস্ প্রদান করা হবে।#
লেখাপড়া২৪.কম/ডেস্ক/প্রেবি/আরএইচ