ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৬ইং উপলক্ষে ডাঃ ইউনুছ-ডাঃ মুকুল- ডাঃ তপন- ডাঃ জসিম উদ্দীন পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামস্থ পাঁচলাইশ প্রবর্তক স্কুল এন্ড কলেজে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ডাঃ চিত্ত রঞ্চন নাথ ফলাফল ঘোষণা করেন।
ডাঃ ইউনুছ-ডাঃ মুকুল- ডাঃ তপন- ডাঃ জসিম উদ্দীন পরিষদ পূর্ণ প্যানেল ১৪০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। সভাপতি ডাঃ ইউনুছ আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার নন্দী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুকুল কান্তি রায়, সহ-সভাপতি ডাঃ আবুল কাশেম, সহ-সভাপতি ডাঃ মহিউদ্দীন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মিহির বরণ বড়–য়া ও বিনা প্রতিদ্ধীতায় নির্বাচিত হন সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ জুয়েল সরকার, অর্থ সম্পাদক লক্ষী নারায়ন চৌধুরী, প্রচার সম্পাদক ডাঃ এস.এম. মেজবাহ উদ্দীন, দপ্তর সম্পাদক ডাঃ সঞ্চয় সিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আবদুল জব্বার, তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ রাম প্রসাদ মল্লীক, মহিলা সম্পাদিকা ডাঃ সাথী রাণী দেব সিকদার, কার্যকরী সদস্য পদে- ডাঃ রশিদ আহম্মদ, ডাঃ মোহাম্মদ ফারুক, ডাঃ হেলাল হোসেন, ডাঃ বিমল কান্তি ধর, ডাঃ তৌফিকুর রহমান নির্বাচিত হন।#
লেখাপড়া২৪.কম/আরএইচ