ইউএপির জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ২ দিন ব্যাপি জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬ শুরু হতে যাচ্ছে। মার্চের ১১ ও ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।
এই প্রতিযোগিতাটির প্রধান আয়োজক ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)। এছাড়া সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইসিটি মন্ত্রণালয়

এই ব্যাপারে ইউএপির সিএসই বিভাগের সহযোগি অধ্যাপক অলোক কুমার সাহা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতার ভূমিকা ব্যাপক। তিনি আশাব্যক্ত করেছেন, এবারের প্রতিযোগিতায় অন্য বারের চেয়ে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলবে আগামী ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত । অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য ভিজিট করুন www.uapncpc2016.com
লেখাপড়া২৪.কম/ইউএপি/পিআর/এমএএ