ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উইন্টার স্কুল

12662496_1183020308382490_6457665176596629359_n (1)ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগ প্রথমবারের মত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জ্যেষ্ঠ ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশে ক্রিমিনালইস্টিকস্, ক্রিমিনাল ‘ল এবং মানবাধিকার বিষয়ে উইন্টার স্কুল আয়োজন করে। শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে জানুয়ারির ২৮-৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই উইন্টার স্কুলে বিভাগের ৬০ জন শিক্ষার্থী ছাড়াও নিম্ন আদালতের বিচারকবৃন্দ, বিশিষ্ট শিক্ষবিদ, আইনজীবী ও মানবাধিকারকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

12645169_1183017925049395_7624641369188853808_nমৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগকে অনন্য বলে অভিহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আমাদের আদালতগুলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার দলিলগুলি প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি ফৌজদারী বিচারের ক্ষেত্রে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়েরই মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

12642633_1183022588382262_7806086178188658375_nউদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সহসভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে জ্ঞান অর্জনে উৎসাহিত করতে এবং অর্জিত জ্ঞানের সংগে বাস্তবতা মিল দেখাতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এ ধরণের উইন্টার স্কুলের উদ্যোগ নিয়ে ইতিহাস রচনা করেছে। তিনি ছাত্রছাত্রীদের বাংলাদেশের ফৌজদারী বিচার ব্যাবস্থা সম্পর্কে ভিন্নমুখী ও বিস্তর ধারণা প্রদান করতে উইন্টার স্কুলের আয়োজন করা হয়েছে বলে জানান।

 

Post MIddle

মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জুলফিকার আলী “রিসারচিং গুড প্রাকটিসেস ফ্রম দ্য ট্রায়াল অব চার্লস টেইলর ফর হিউম্যান রাইটস ভাইয়োলেশন” বিষয়ের ওপর তার উপস্থাপনা তুলে ধরেন এবং চার্লস টেইলর মামলার সঙ্গে বাংলাদেশের যুদ্ধাপরাধ মামলার বিচারের মান তুলনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কিউএমএইচ সুপন “ডিমিস্টিফাইয়িং ফরেনসিক মিথস্ঃ কমন মিসকন্সেপশন এ্যাবাউট সারটেইন ডেইথ” ও “ব্যালাস্টিকস্ঃ প্রসিডিউরস অ্যাণ্ড প্রটোকলস্” বিষয়াবলীর ওপর দুইটি বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যে তিনি আত্মহত্যা এবং গলায় ফাঁস দিয়ে হত্যা ও ব্যালাস্টিকসের বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন।

 

12592748_1183014745049713_5117296042042262316_nইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. জহুরুল হক “মানি লন্ডারিং অফেন্সেসঃ ডেফিনেশন, রিপোর্টিং ও তদন্ত” বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন। এ সময় তিনি অর্থ পাচারের উৎপত্তি, সংজ্ঞা, রিপোর্টিং এবং তদন্তের নিয়মাবলী ছাত্রছাত্রীদের অবহিত করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী “আইডেন্টিফিকেশন মিসকারিজ অব জাস্টিস”-র ওপর তার বক্তব্য তুলে ধরেন। তার বক্তব্যে তিনি এ বিষয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু প্রণিধানযোগ্য মামলার উদাহরণ তুলে ধরেন। ছাত্রছাত্রীরা এ সময় বাংলাদেশের বিচার ব্যাবস্থায় ফরেনসিক এভিডেন্সের গুরুত্ব, ফৌজদারী বিচার ব্যাবস্থায় বিরাজমান সীমাবদ্ধতা এবং এর সঙ্গে মানবাধিকারের সম্পর্ক বিষয়ে পূর্ণাংগ জ্ঞান অর্জন করতে পারে এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির সমস্যার কথা উপলব্ধি করতে পারে।

 

পরে ছাত্রছাত্রীরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবং মাধবপুর লেকে ভ্রমণ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ’র আইন বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন সহকারী অধ্যাপক মিলি সুলতানা এবং উইন্টার স্কুল পরিচালনা করেন আইন বিভাগের সমন্বয়ক সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ।

 

 

লেখাপড়া২৪.কম.ডিআইইউ/পিআর/আরএইচ

পছন্দের আরো পোস্ট