রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কম্পিউটার ল্যাব উদ্বোধন

RU Pic 06.02.20166রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কম্পিউটার ল্যাব ও সপ্তাহব্যাপী Office Automation Softwares of ICT & Internet শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ল্যাব ও কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা।

 

Post MIddle

উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর আওতায় পরিচালিত কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচির এই উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রকল্পের ব্যবস্থাপক ড. এ কে এম মাহমুদুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। ল্যাব উদ্বোধন করে উপাচার্য তাঁর মন্তব্যে বলেন, এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের তথ্যপ্রাপ্তি সহজতর হওয়ার পাশাপাশি সংশি­ষ্ট অন্যান্য কাজও দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। দীর্ঘমেয়াদে বিষয়টি বিভাগের সামগ্রিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কাজকর্মে ইতিবাচক প্রভাব রাখবে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট